এই ভোট মানি না: হিরো আলম

হিরো আলম

এই ভোট মানি না: হিরো আলম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একাদশ সংসদ নির্বাচনের সমালোচনা করে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেছেন, আমার লোকেদের তো ভোট দিতেই দেয়নি। তাহলে জামানতের টাকা ফেরত দেবে না কেন? আমার লোকজনকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এজেন্ট দিতে দেওয়া হয়নি। যাও কয়েকজনকে দিয়েছি তাদেরও বের করে দেওয়া হয়েছে।

আমি এই ভোট মানি না। আমার জমা দেওয়া জামানতের টাকা তাদের ফেরত দিতেই হবে। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয় পেতাম।

‘ভোট হতে দেয়নি বরং আমাকে ও আমার লোকজনকে তারা মেরেছে।

নির্বাচনের দিন সকালে হামলা-মারধর ও এজেন্টকে বের করে দেওয়াসহ একাধিক অভিযোগ আমি করেছি। কোনো সাড়া না পাওয়ায় ভোট থেকে সরে দাঁড়াই। আমাকে ভোট দিতে দিলে অবশ্যই পাশ করতাম’- বলেন হিরো আলম।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম মাত্র ৬৩৮টি ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর