এবারের বিপিএলে ফিরছেন আশরাফুল!

ছবি সংগৃহীত

 দীর্ঘ ৫ বছর পর

এবারের বিপিএলে ফিরছেন আশরাফুল!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ফিক্সিং বিতর্কে জড়িয়ে পাঁচ বছর ছিলেন মাঠের বাইরে মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ ৫ বছর ৯ মাস খেলতে পারেননি টি-টোয়েন্টি ক্রিকেট।

এই পাঁচ বছরে খেলা হয়নি ৩টা বিপিএলের আসর। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরে ছিলেন দর্শকের ভূমিকায়।

অবশেষে তাঁর উপর থেকে সব নিষেধাজ্ঞা উঠে গেছে। ফিরেছেন দেশের ঘরোয়া লিগের ক্রিকেটে।

এবার বিপিএলে চিটাগাং ভাই কিংস দলে খেলবেন আশরাফুল। বিপিএলে দল পেয়ে আনন্দিত আশরাফুলও।

আজ বুধবার দলের সঙ্গে অনুশীলনে আসেন আশরাফুল। অনুশীলন শেষে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

তিনি বলেন, আমি যে অন্যায় করেছিলাম তার শাস্তিও পেয়েছি। যার কারণে গত ৫ বছর ৯ মাস খেলতে পারিনি এই ফরম্যাটে। আমি অন্যায় স্বীকার করেছি এবং প্রায়শ্চিত্ত করেছি।

আশরাফুলের আশা, ফেরাটা হবে দুর্দান্ত। কেন না, গত দুই বছর ঘরোয়া লিগের ক্রিকেটেও খেলেছেন মোটামুটি। খেলতে চান অগণিত ভক্তদের জন্য। গত দুই বছর প্রিমিয়ার লিগ, বিসিএল, এনসিএলে মোটামুটি ভালো খেলেছি। আমার যারা ভক্ত আছে, তারা অপেক্ষা করছে আমাকে দেখার। তারা আশা করে, জাতীয় দলে ফিরে আসার জন্য। আমি তাদের জন্য হলেও চেষ্টা করব।

আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। আসরের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং ভাই কিংস।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর