তারা যা খুশি তাই করতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তারা যা খুশি তাই করতে পারে: ট্রাম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ায় যা খুশি তাই করতে পারে ইরান। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘সিরিয়া থেকে ইরান তাদের লোকজন সরিয়ে নিচ্ছে। তবে তারা সেখানে যা খুশি তাই করতে পারে।

সিরিয়া থেকে কখন মার্কিন সেনা প্রতাহার করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না; কেউ কেউ বলেন চার মাস লাগবে। কিন্তু আমি ঠিক এমনটা বলিনি। ’

‘আমরা কুর্দিদেরকে রক্ষা করতে চেয়েছি। তার মানে এই নয় যে, আমরা সিরিয়ায় চিরদিন থাকব’-বলেন ট্রাম্প।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এরপর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা প্রত্যাহার চার মাস বিলম্বিত করার জন্য অনুরোধ করেছেন বলে খবর বের হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা সিরিয়াকে চাই না। কয়েক বছর আগেই ওবামা সিরিয়া ছেড়ে দিয়েছেন। তখন তিনি সীমা অতিক্রিম করেননি। কিন্তু অনেক পরে এসে ৫৯টি ক্ষেপণাস্ত্র মেরে আমি তা করেছি। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর