শপথ নেননি সৈয়দ আশরাফ

ফাইল ছবি

শপথ নেননি সৈয়দ আশরাফ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সংসদ সদস্য হিসেবে শপথ নেননি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।

শপথ নেয়ার জন্য সময় চেয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে বুধবার চিঠি পাঠিয়েছেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম একটি চিঠি দিয়ে শপথ নেয়ার জন্য সময় চেয়েছেন। উনি চিকিৎসা শেষে দেশে ফিরে শপথ নিতে চান।

যদিও উনি ৯০ দিন সময় পাবেন।

আর কেউ সংসদের প্রথম বৈঠক থেকে ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার গেজেট বাতিল হয়ে যাবে এবং সেই আসনে উপনির্বাচন হবে। তবে কেউ আগেই স্পিকারের কাছ থেকে অনুমোদন নিয়ে সময় বাড়াতে পারেন। ’

প্রসঙ্গত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন।

অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।


NEWS24▐ Kamrul 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর