মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে সোমবার

ছবি সংগৃহীত

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে সোমবার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে আগামী সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায়। আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

বঙ্গভবনের দরবার হলে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের।

নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তারা।

এর আগে আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে দেখা করতে গেলে, একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।

এবার সরকার গঠনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা, যা বাংলাদেশের ইতিহাসে নতুন নজির স্থাপন করবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।



NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর