চীনের হাতে ‘সব বোমার জননী’

‘মাদার অব অল বোম্ব’

চীনের হাতে ‘সব বোমার জননী’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘মাদার অব অল বোম্ব’ বা ‘সব বোমার জননী’ আবিস্কার করল চীন। চীনের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড’ (নরিনকো) এ বিশাল বোমা তৈরি করে।

ইতিমধ্যে তার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বেইজিং। চীনের গণমাধ্যম এ খবর প্রচার করে।

খবরে জানানো হয়- নরিনকো এই প্রথম তার প্রমোশনাল ভিডিও ফুটেজের মাধ্যমে এ বোমা জনগণের সামনে আনল।

বৃহস্পতিবার চীনা ভাষার দৈনিক ‘গ্লোবাল টাইমস’ এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত ফুটেজে দেখা গেছে- চীনের এইচ-৬কে বোমারু বিমান থেকে ছয় মিটার লম্বা একটি বোমা খোলা সমতল ভূমিতে ফেলা হচ্ছে। বোমা ফেলার পর সেখানে বিশাল বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

বলা হচ্ছে- এটা চীনের পরমাণু বোমার বাইরে সবচেয়ে শক্তিশালী বোমা। চীনের বিশাল বোমারু বিমান ৬-এইচকে একবারে মাত্র একটি বোমা বহন করতে সক্ষম হবে।

সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে চীনা দৈনিকটি বলেছে, এ বোমা মোতায়েন করা হলে শত্রু-শিবিরে ভীতি ছড়িয়ে পড়বে। এ বোমার বিশাল বিস্ফোরণে শত্রুর সুরক্ষিত লক্ষ্যবস্তু যেমন সামরিক জনশক্তির ভবন, দূর্গ এবং ডিফেন্স শেল্টার সহজেই ধ্বংস হবে বলে সামিরক বিশ্লেষক উইয়ি ডংশু জানান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর