ইতিহাস গড়লেন দীপু মনি

দীপু মনি

ইতিহাস গড়লেন দীপু মনি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নতুন মন্ত্রীপরিষদে নুরুল ইসলাম নাহিদকে সরিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে এই প্রথম কোনো নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।  

দীপু মনির শিক্ষামন্ত্রী হওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দেশের স্বাধীনভাবে পথচলা শুরু হওয়ার ৪৭ বছর পর এই প্রথম কোনো নারী শিক্ষামন্ত্রী হচ্ছেন।

এবারের মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ জন। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৩ জন। রোববার  বিকেলে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর