গৃহায়ণ ও গণপূর্তের দায়িত্বে রেজাউল করিম

রেজাউল করিম

গৃহায়ণ ও গণপূর্তের দায়িত্বে রেজাউল করিম

ইমন চৌধুরী, পিরোজপুর প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচিত হয়েই মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শ ম রেজাউল করিম। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার বিকেল সাড়ে চারটার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ২৪ জন মন্ত্রীর মধ্যে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম দায়িত্ব পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের।

সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেবেন শ ম রেজাউল করিম তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেকে পরাজিত করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন শ ম রেজাউল করিম। আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি এক-এগারোর পরের তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার পক্ষে আইনি সহায়তা দেন।

(নিউজ টোয়েন্টিফোর/ইমন/তৌহিদ)

সম্পর্কিত খবর