মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী ইশতেহারে যা বলা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন ও বাস্তবায়ন করাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ।

সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ শেষে বঙ্গভবন চত্বরে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

ভোটের আগে দেওয়া ইশতেহারের কথা উল্লেখ করে কাদের বলেন, নির্বাচনে ইশতেহারে অক্ষরে বাস্তবায়নই চ্যালেঞ্জ। এটি আমরা প্রথমেও করব, ভবিষ্যতেও করব।

আমরা ইশতেহারের সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করব।  

মন্ত্রিসভায় চমকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বলেন, আমার কাছে আগেই মনে হয়েছিল, এমন কিছু হবে। আমার লিডারের সঙ্গে কথা বলেই এমনটা মনে হয়েছিল।

 

মন্ত্রিসভায় বাদ পড়াদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমার মনে হয় এখানে হারানোর কিছু নেই। এটা দায়িত্বের পরিবর্তন, দায়িত্বের রূপান্তর। সরকারের মধ্যে আমাদের দলটি হারিয়ে যেতে পারে। তাই যারা এখানে নেই তারা দলের দায়িত্বে আছেন। আমি বলব এটা দায়িত্বের রূপান্তর মাত্র।

‘‌যারা মন্ত্রী আছেন তারা দলকে সেভাবে সাপোর্ট দিতে পারেন না। আমরা দলকে আরও স্ট্রংগার ও স্মার্ট করতে চাই। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর