'প্রধানমন্ত্রী ঠিক লোককে ঠিক জায়গায় বসিয়েছেন'

ছবি সংগৃহীত

'প্রধানমন্ত্রী ঠিক লোককে ঠিক জায়গায় বসিয়েছেন'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন মন্ত্রিসভা নিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকই নির্বাচিত করেছেন। ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব ও কাজ করব।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের যেটি ফোকাস, আমরা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব, কাজ করব- সেটিই অঙ্গীকার। শরিকদের মন্ত্রিত্ব নিয়ে তিনি বলেন, জোটে কোনো টানাপড়েন নেই। সবে একটি সভা হল। মেনন বা ইনু মন্ত্রিসভায় অনেক পরে অন্তর্ভুক্ত হয়েছেন।

মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, রিশাফল হবে। পর্যায়ক্রমে সম্প্রসারণ হবে- সেটাই স্বাভাবিক।

তিনি বলেন, জোটের কোনো শর্ত ছিল না যে, তাদের কাউকে মন্ত্রী করতে হবে। ‘টানাপড়েন নেই। ভুল বোঝাবুঝি আছে, ঠিক হয়ে যাবে। কারণ তারা দুঃসময়ের সঙ্গী। ’

তিনি আরও বলেন, আমাদের অনেকে বাদ পড়েছেন। এটি বাদ নয়, দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। তাদের দায়িত্ব পরিবর্তন হয়েছে। দলের দায়িত্ব ভালোভাবে পালন করবেন।

 

NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর