এরশাদকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন

এরশাদকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া এরশাদের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে বিরোধীদলের উপনেতা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় সংসদরে গেজেট চূড়ান্ত করে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপণে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে(রংপুর-৩ আসন থেকে নির্বাচিত) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা ও লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে মাননীয় স্পীকার স্বীকৃতি প্রদান করেছেন।

এর আগে গত শনিবার এইচ এম এরশাদকে বিরোধীদলীয় নেতা ও জি এম কাদেরকে উপনেতা করার সিদ্ধান্ত জানিয়ে জাপার পক্ষ থেকে চিঠি পাঠানো হয় বলে জাতীয় পার্টি (জাপা) সূত্রে জানা যায়।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর