পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এছাড়া মাঝ নদীতে আটকে পড়া ৬টি ফেরি ঘাটে ফিরেছে।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে সকাল ৭টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মো. সালাউদ্দিন জানান, গতকাল মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। আজ সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে ছয়টি ফেরি আটকে পড়ে। সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকে পড়েছিল দুই শতাধিক যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহনগুলো পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর