'দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা এখন বড় চ্যালেঞ্জ'

ছবি সংগৃহীত

'দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা এখন বড় চ্যালেঞ্জ'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমাদের দেশে দারিদ্র এবং অবকাঠামোগত উন্নয়ন এখন আর বড় কোনো চ্যালেঞ্জ নয়। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি প্রতিরোধ হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
 
আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী পাঁচ বছর হবে বাংলাদেশের জন্য চমকপ্রদ উন্নয়ন ও সমৃদ্ধির বছর।

এ সময়ে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হবে। গ্রামগুলোকে শহরে রূপান্তর করা হবে। গ্রামের মানুষ শহরের সকল সুযোগ-সুবিধা পাবে।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর