এবার সারাদেশে ভোটের সুনামি হয়েছে: পরিকল্পনামন্ত্রী

বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এবার সারাদেশে ভোটের সুনামি হয়েছে: পরিকল্পনামন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সিলেটসহ সারাদেশে এবার ভোটের সুনামি হয়েছে। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার আর গত ১০ বছরের উন্নয়ন কাজের স্বীকৃতি হিসাবে এবার ভোটের সুনামি হয়েছে। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, আমাদের কৃষি, স্বাস্থ্য, শিক্ষার অগ্রগতি নিয়ে ইশতেহারে যা উল্লেখ আছে, আমরা তা বাস্তবায়নে কাজ করব। সাধারণ মানুষের স্বার্থে সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নে আমি ও আমার মন্ত্রণালয় সহায়ক হিসেবে কাজ করব।

‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তিনি ও তার মন্ত্রণালয় শতভাগ প্রস্তুত। পরিকল্পনা মন্ত্রণালয়ে নয়জন দক্ষ সচিবসহ যেসব আমলা কাজ করছেন তারা সবাই অভিজ্ঞ।

সবার সঙ্গে অগ্রজ-অনুজ সম্পর্ক থাকায় তার পক্ষে সরকারকে প্রয়োজনীয় সহায়তা করা খুবই সম্ভব। ’

দুর্নীতি মোকাবেলা করে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এক্ষেত্রে আগে ৪/৫ বারের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। এই প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। আমরা দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে বলে দুর্নীতিও হ্রাস পেয়েছে। গত ৫ বছর জুনিয়র মন্ত্রী হিসেবে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আইনগতভাবেই আমি দুর্নীতি ও দুর্নীতিবাজদের মোকাবেলা করব।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর