কাতারের সঙ্গে সম্পর্ক জোরালো করার প্রতিশ্রুতি ঘোষণা

ফাইল ছবি

কাতারের সঙ্গে সম্পর্ক জোরালো করার প্রতিশ্রুতি ঘোষণা

অনলাইন প্রতিবেদক

কাতারের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য, পর্যটন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ শাকারিয়ায় স্বয়ংক্রিয় প্রস্তুতকারক বিএমসি নিয়ে এক বৈঠকে রোববার তিনি বলেন, সাম্প্রতিক সব বিষয়ে কাতারি ভাইয়েরা আমাদের সঙ্গে যে সংহতি দেখিয়েছেন, তা আমরা কখনো ভুলবো না, ভুলে যাইনি।

'১৫ জুলাইয়ের সামরিক অভ্যুত্থান চেষ্টার পর থেকে আগস্টে আমাদের মুদ্রা বিনিময় হারে যে হামলা হয়েছে- সবকিছুতে কাতারি ভাইয়েরা আমাদের সংহতি দেখিয়েছেন। '

এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক প্রতিরক্ষা শিল্পে বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা অব্যাহত রাখবে।

২০০২ সালে যেখানে ৮০ শতাংশ নির্ভরশীলতা ছিল, বর্তমানে তা কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।

তিনি বলেন, তুরস্কের সামরিক সক্ষমতা, অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক দক্ষতা আরও শক্তিশালী করা হবে। প্রতিরক্ষা খাতের প্রতিরোধ ক্ষমতা সবোচ্চ পর্যায়ের হতে হবে বলে তিনি মনে করেন।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর