তুরস্ককে পঙ্গু করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্ককে পঙ্গু করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তুরস্ককে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য গতকাল তুরস্ক নতুন করে সিরিয়ার ইদলিব প্রদেশের সীমান্তে সেনা পাঠিয়েছে।

রোববার এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট দবি করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার পর মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রয়োজনে আবার আশপাশের ঘাঁটি থেকে তাদের ওপর হামলা চালানো হবে।

 

এরপর টুইটার বার্তায় তিনি তুরস্ককে হুঁশিয়ার করেন। তিনি অবশ্য তুরস্ককে কোনোভাবে উসকানি না দিতেও কুর্দিদের প্রতি আহ্বান জানান।

টুইটার বার্তায় ট্রাম্প দায়েশের বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ের বিষয়ে অতিরঞ্জিত করে বলেন, সিরিয়ায় মার্কিন প্রচেষ্টায় দায়েশ ধ্বংস হওয়াতে ইরান, রাশিয়া ও সিরিয়া বেশি লাভবান হয়েছে। এতে অবশ্য আমেরিকাও লাভবান হয়েছে তবে এখন সময় হয়েছে সীমাহীন এ যুদ্ধের অবসান ঘটিয়ে সেনাদের দেশে ফেরত আনার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর