ডা. জাফরুল্লাহসহ চারজনের জামিন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহসহ চারজনের জামিন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আশুলিয়া থানায় দায়ের করা অবৈধ অনুপ্রবেশ, চুরি ও ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকা জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন।

আদালতে জাফরুল্লাহসহ চার আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা করে মুচলেকায় প্রত্যেক আসামির জামিন মঞ্জুর করেন।

জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও অপর তিন আসামি হলেন- গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও সহ-রেজিস্ট্রার গোলাম মোস্তফা।

হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী এএইচএস রাশেদ বলেন, গত বছরের ২৫ অক্টোবর আসামিরা আত্মসমর্পণ করলে হাইকোর্ট তাদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। ওই সময়ের মধ্যে ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুসারে আসামিরা আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেন।

আসামিরা অদ্যাবধি জামিনের কোনো প্রকার শর্ত ভঙ্গ করেননি।  

উল্লেখ্য, গত অক্টোবরে ভূমিতে অনধিকার প্রবেশ, চাঁদাবাজি, ভাঙচুর, জমি দখল ও সাইনবোর্ড চুরির অভিযোগে ডা. জাফরুল্লাহসহ চারজনের বিরুদ্ধে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা এ মামলা দায়ের করেন।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর