সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আ.লীগের মনোনয়ন ফরম কিনতে অপেক্ষমান নারীরা

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এমপি হতে ইচ্ছুক নেত্রীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় ও ধানমন্ডিতে দলের নতুন ভবনে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের অন্যতম নেত্রী নার্গিস রহমানকে ফরম দেওয়ার মাধ্যমে ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

ফরম বাবদ জনপ্রতি ৩০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের শিডিউল ঘোষণা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবেন বলে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর