প্রবাসী স্বামীকে তালাক: হামলার ঘটনায় গ্রেপ্তার নেই

পিটিয়ে রক্তাক্তের ঘটনায় গ্রেপ্তার নেই

প্রবাসী স্বামীকে তালাক: হামলার ঘটনায় গ্রেপ্তার নেই

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় মামলা হলেও আসামি গ্রেপ্তার হয়নি। বর্তমানে নির্যাতনের শিকার স্কুলছাত্রী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নির্যাতনের শিকার কিশোরীর মা মাহিনুর বেগম বলেন, আমার মেয়ে সুকতারা আক্তারকে নির্যাতনের ঘটনায় বুধবার কালকিনি থানায় মামলা হলেও কোন আসামি গ্রেপ্তার হয়নি। আমরা এই ঘটনায় বিচার চাই এবং দ্রুত আসামি গ্রেপ্তারের দাবি জানাই।

 

কালকিনি থানার ওসি মোফাজ্জল হোসেন বলেন, এই ঘটনায় দুজন অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এছাড়াও মামলার এজাহারে ওই স্কুলছাত্রীর সাবেক স্বামীর ৭ আত্মীয় স্বজনকে সন্দেহভাজন হিসেবে আসামি করা হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করি শীঘ্রই দোষীরা গ্রেপ্তার হবে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মাদারীপুরের কালকিনিতে প্রবাসী স্বামীকে ডিভোর্স দেওয়ায় পৌরসভার ঝাউতলা এলাকায় মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এই  ঘটনা ঘটে। একা পেয়ে কয়েকজন বখাটে যুবক ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর