বাসের চাকা পাংচার, প্রাণ গেল হেলপারের

সড়ক দুর্ঘটনা। প্রতীকী

বাসের চাকা পাংচার, প্রাণ গেল হেলপারের

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসকে অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দেওয়ায় প্রাণ গেলো হেলপারের। এ ঘটনায় কমপক্ষে ২০জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এ ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার বেলা ১২ টার দিকে উপজেলা ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জয়পুরহাট থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিআরটিসি পরিবহনের একটি বাস উক্ত স্থানে পৌঁছালে বাসের একটি চাকা পাংচার হয়ে যায়।

এতে বাসটি একই দিক থেকে আসা ঢাকাগামী এসআই পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে কমপক্ষে ২০ জন আহত হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার রতন হোসেন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এসআই পরিবহন বাসের হেলপার মারা যান। এছাড়া আহতদের মধ্যে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। এই চারজনের অবস্থা আশঙ্কাজনক যোগ করেন ষ্টেশন অফিসার রতন হোসেন।

(নিউজ টোয়েন্টিফোর/রউফ/তৌহিদ)