‌‌‘ড. কামাল সৌজন্যবোধ হারিয়েছেন’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

‌‌‘ড. কামাল সৌজন্যবোধ হারিয়েছেন’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ড. কামাল হোসেন বিএনপির সঙ্গে গিয়ে সৌজন্যবোধ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বলেছেন, ড. কামাল বিএনপিকে শেখানোর পরিবর্তে বিএনপির মধ্যে যে অসৌজন্যমূলক আচরণ আছে, সেটির দ্বারা প্রভাবিত হয়েছেন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুরঞ্জিত সেন গুপ্তের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সব রাজনীতিবিদের সম্মানে একটি চা-চক্রের আয়োজন করেছিলেন।

সেখানে বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাননি। তাঁরা যাবেন না, সেটি আবার তাঁরা চিঠি দিয়ে জানিয়েছেন।

‘প্রকৃতপক্ষে তারা নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি যত দিন বেরিয়ে আসতে পারবে না, তত দিন বিএনপির রাজনীতি হালে পানি পাবে না। আমরা আশা করেছিলাম ড. কামাল হোসেন বিএনপিকে সৌজন্যবোধ শেখাবেন। এখন দেখা যাচ্ছে ড. কামাল হোসেন তাদের সঙ্গে যাওয়ার পর তাঁর নিজের মধ্যে যে সৌজন্যবোধ ছিল, সেটাও হারিয়ে গেছে। তিনি তাদের শেখানোর পরিবর্তে তাদের মধ্যে যে অসৌজন্যমূলক আচরণ, সেটির দ্বারা প্রভাবিত হয়েছেন। ’


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর