‘জাহালমের মতো কেউ কারাগারে আছে কিনা দেখা হচ্ছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

‘জাহালমের মতো কেউ কারাগারে আছে কিনা দেখা হচ্ছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভুলে তিন বছর সাজা খাটা নিরাপরাধ জাহালমের মতো আর কেউ কারাগারে আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া সরকার দেশের কারাগারগুলোতে অচল-অক্ষম হয়ে পড়া কয়েদিদের মুক্তি দেওয়ার কথা ভাবছে বলেও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা অচল হয়ে গেছেন; দীর্ঘদিন জেলে আছেন; তাদের কনসিডার করার জন্য আইডেন্টিফাই করে রিলিজ দেওয়া যায় কিনা তার ব্যবস্থা করার জন্য।

তবে এ ঘটনার জন্য কে দায়ী সেটি খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

সীমান্তে নিহতের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে যাতে এ ধরনের হত্যাকাণ্ড না হয় এবং বিএসএফ কেন এ হত্যাকাণ্ড চালাচ্ছে সে বিষয়ে বিজিবি আলোচনা করছে। ’

‘গত কয়েক বছর সীমান্তে জিরো কিলিং এর যে বিষয়টি, সেটি বিরাজমান ছিল।

কিন্তু নতুন করে কেন এ সমস্যা হচ্ছে সেটি নিয়ে আরও উচ্চ পর্যায়ের আলোচনা হবে। এ কিলিং যাতে আর না হয় সেটি নিয়েই আলোচনা করব। ’

২১শে ফেব্রুয়ারির নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহীদ মিনারের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করে, তাদের নিরাপত্তার জন্য আমাদের বাহিনী কাজ করে। এবার বিএনসিসির ৫০০ সদস্য সেখানে থাকবে। নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, গোয়েন্দা ও প্রয়োজনে বিজিবি-আনসার কাজ করবে। কোনো হকার বা অস্থায়ী দোকান বসা যাবে না। পুরো এলাকা সিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর