মালয়েশিয়া গমনকালে ২২ রোহিঙ্গা আটক

আটক ২২ রোহিঙ্গা

মালয়েশিয়া গমনকালে ২২ রোহিঙ্গা আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সমুদ্রপথে কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ২২ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। রোহিঙ্গারা দালালদেরকে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় গমন করছিলেন।

২২ রোহিঙ্গাকে আটকের এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী।

 

তিনি জানান, রোববার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বী উপকূল এলাকায় দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রোহিঙ্গাদের একটি গ্রুপ প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে খুরেরমূখ বিওপির চেকপোষ্টের বিজিবির হাবিলদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ২২ রোহিঙ্গাকে আটক করে। এদের মধ্যে ১১জন শিশু, ১০ নারী ও একজন পুরুষ।

তবে দালালচক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত দুই দিনে কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৭০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা করে বিজিবি ও পুলিশ। এর মধ্যে ৩৮ জন রোহিঙ্গা নারী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর