দুই ভান্তে ফিরলেও ফেরেনি ধর্মজিৎ ভান্তে

তিন ভান্তেকে অস্ত্রের মুখে তুলে নিল সন্ত্রাসীরা

দুই ভান্তে ফিরলেও ফেরেনি ধর্মজিৎ ভান্তে

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলার জুড়াছড়িকে এক ধর্মীয় গুরু (ভান্তে) নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ ভান্তের নাম- ধর্মজিৎ ভান্তে। রোববার মধ্যরাতে জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের দুমদুম্যা বৌদ্ধ বিহার এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের দুমদুম্যা বৌদ্ধ বিহার এলাকায় একদল মুখোশদারি সন্ত্রাসী হানা দেয়।

এ সময় ধর্মজিৎ ভান্তেসহ আরও তিনজন সেখানে অবস্থান করছিল। সশস্ত্র সন্ত্রাসীরা তিন ভান্তেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। সোমবার সকালে দুই ভান্তে ফিরে আসলেও ফিরে আসেনি ধর্মজিৎ ভান্তে। এখবর ছড়িয়ে পরলে এলাকায় চরম আতঙ্ক দেখা দেয়।

অভিযোগ উঠেছে, জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের দুমদুম্যা বৌদ্ধ বিহার ভান্তেদের মধ্যে অভ্যন্তরিণ কোন্দল চলছিল। এরই জের ধরে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানায় সংশ্লিষ্টরা।

তবে জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যান শান্তিরাজ চাকমা জানান, মধ্যরাতে ৭-৮জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল বিহারে এলাকায় হানা দিয়ে অস্ত্রের মুখে তিন ভান্তেকে তুলে নিয়েছে শুনেছি। কিন্তু তাদের মধ্যে একজন এখনো নিখোঁজ রয়েছে।

রাঙামাটি জুড়াছড়ি উপজেলা থানার কর্মকর্তা মাহামুদুল হাই এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের দুমদুম্যা বৌদ্ধ বিহার ধর্মজিৎ ভান্তে নিখোঁজ আছে শুনেছি। তবে এখনো পর্যন্ত থানায় কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।  

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর