হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯

ছবি সংগৃহীত

হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির করোল বাগের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও শিশুসহ নয় জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে হোটেল অর্পিত প্যালেসে আগুন লাগে। খবরে বলা হয়েছে, ওই নারী ও শিশু হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ার পর তাদের মৃত্যু হয়।

আগুন লাগার পরপরই ২৪টির বেশি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। জানা গেছে, যখন হোটেলটিতে আগুন লাগে তখন, ওই ব্যক্তিরা ঘুমিয়ে ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, সাদা ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় একজন ব্যক্তিকে হোটেলের একটি অংশে ঝুলতে দেখা যায় এবং পরে তিনি লাফিয়ে পড়েন।

দিল্লি দমকল বাহিনীর পরিচালক জি সি মিশ্র বলেন, একজন নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

তিনি জানান, তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।

এদিকে ওই অগ্নিকাণ্ডের পর হোটেলটি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় আহতদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে। মধ্য দিল্লিতে অবস্থিত কারোল বাগ একটি জনপ্রিয় পর্যটন স্পট। সেখানে অনেক হোটেল ও মার্কেট রয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর