'আমেরিকার সরকার ও বাংলাদেশের  জনগণের ভেতর দৃঢ় বন্ধন রয়েছে'

'আমেরিকার সরকার ও বাংলাদেশের  জনগণের ভেতর দৃঢ় বন্ধন রয়েছে'

যশোর প্রতিনিধি

মার্কিন রাষ্ট্রদূত হার্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশ ও আমেরিকার সরকার ও জনগণের ভেতর দৃঢ় বন্ধন রয়েছে। অর্থনৈতিক ও কৃষি ক্ষেত্রে এ বন্ধন খুব মজবুত। বাংলাদেশের কৃষির জন্যে হুমকি হয়ে দেখা দিতে যাওয়া ‘আর্মিওয়র্ম’ প্রতিরোধে আমেরিকা সহযোগিতা করছে।  

এরিমধ্যে ইউএসএআইডির সহযোগিতায় অনেকগুলো ওয়ার্কশপ হয়েছে।

এবং তা অব্যাহত আছে। সোমবার বিকেলে যশোর কৃষি গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এরআগে মার্কিন রাষ্ট্রদূত কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে তার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।  

যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষণা তথ্য উপস্থাপন করেন, কৃষি বিজ্ঞানী ড. জাহাঙ্গীর হোসেন ও ড. সৈয়দ নুরুল আলম।

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল, ইউএসএআইডির প্রাইভেট সেক্টর বিভাগের উপদেষ্টা অনুরুদ্ধ রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুষান্ত কুমার তরফদার, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউসার আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুল ইসলামসহ ইউএসএআইডির শীর্ষ কর্মকতারা।  

অনুষ্ঠানের পর ২০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিলার মার্কিন রাষ্ট্রদূত কৃষি ক্ষেত ঘুরে দেখেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর