পঞ্চগড়ে গিয়ে আন্দোলনের হুমকি আল্লামা শফীর

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। 

পঞ্চগড়ে গিয়ে আন্দোলনের হুমকি আল্লামা শফীর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কাদিয়ানীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।  

বলেছেন, পঞ্চগড়ে কাদিয়ানীদের তিন দিনব্যাপী সম্মেলন অবিলম্বে বন্ধ করা না হলে আন্দোলনে নামা হবে।  

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে পাঠানে হেফাজতের এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন শফী।

কাদিয়ানীদের সম্মেলন বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হেফাজত আমির।

বলেন, ‘কাদিয়ানীরা পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী মানে। এ সম্মেলন বন্ধ করা না হলে প্রয়োজনে আমি নিজে পঞ্চগড়ে গিয়ে আন্দোলনে শরিক হব। ’

‘কাদিয়ানীদের এ সম্মেলন বন্ধ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি। ’

বিবৃতিতে কাদিয়ানীদের সম্মেলন বন্ধের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন শফী।

 

আল্লামা শফী বলেন, ‘তারা নবীজীকে সর্বশেষ নবী মানে না। তারা নিশ্চিতভাবে কাফের। অথচ তারা নিজেদের আহমদিয়া মুসলিম পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করে। ’

এদিকে আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী সম্মেনের প্রস্তুতি নিচ্ছে কাদিয়ানীরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর