আবাসিক হোটেল থেকে ৩১ তরুণ-তরুণী আটক

ছবি সংগৃহীত

আবাসিক হোটেল থেকে ৩১ তরুণ-তরুণী আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩১ জন তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে আটকৃতদের কারাদণ্ড প্রদান করা হয়।  

আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শহরের গুলশান প্যালেস, রংধনু আবাসিক হোটেলসহ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন স্কুল ছাত্রী রয়েছে।  

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক ২৯ জন তরুণ-তরুণীর প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়। এছাড়া দুই স্কুল ছাত্রীর বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের ফরিদপুর সেফহোমে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পারভেজ মল্লিক জানান, অভিযোগের ভিত্তিতে রংধনু আবাসিক হোটেল ও গুলশান প্যালেসে অভিযান পরিচালনা করা হয়। সুন্দর ও পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত শহর গড়তে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর