নিজের মৃত্যুর গুজব উড়িয়ে যা বললেন রায়না

ছবি সংগৃহীত

নিজের মৃত্যুর গুজব উড়িয়ে যা বললেন রায়না

অনলাইন প্রতিবেদক

সম্প্রতি ইউটিউবের মাধ্যমে প্রচারিত হয় গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন সুরেশ রায়না। তার রেশ ধরেই প্রচার করা হয়, ওই দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় এই ক্রিকেটার!

এমনকি রায়নার প্রয়াণ সংক্রান্ত কিছু আবেগপ্রবণ ভিডিও পোস্ট করা হয় এই ইউটিউব চ্যানেলগুলো থেকে।

যদিও এসব তথ্য ভুল হিসেবেই প্রমাণিত হয়েছে। এটি নিজেই প্রমাণ করেছেন রায়না।

গুজবে পানি ঢালতে অবশেষে মুখ খুললেন ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা। নিজের টুইটারে জানিয়ে দিলেন যে, তিনি বহাল তবিয়তে রয়েছেন। এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কেউ যেন কান না দেয় সেদিকে সতর্ক থাকতেও বলেছেন তিনি।  

নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ন্যাথান ম্যাককালাম ও পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাককে নিয়েও সম্প্রতি এরকম গুজব ছড়িয়েছিল।

কিন্তু ভারতীয়দের মধ্যে রায়নাই এই প্রথম এরকম ঘটনার স্বীকার হলেন।

৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজের টুইটারে লিখেছেন, শেষ কয়েকদিন ধরেই দেখছি যে, একটা ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে আমি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছি।

এসব সংবাদে আমার পরিবার ও বন্ধুরা রীতিমতো বিব্রত দয়া করে এরকম খবর এড়িয়ে চলুন। ঈশ্বরের দয়ায় আমি একদম ঠিক আছি। ওই সব ইউটিউব চ্যানেলগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। আশা করি দ্রুত কড়া পদক্ষেপ নেয়া হবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর