সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ আছাবুর বাহিনীর সদস্য নিহত

বন্দুকযুদ্ধ

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ আছাবুর বাহিনীর সদস্য নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক দস্যু নিহত হয়েছেন। তবে তার নাম জানা না গেলেও তিনি আছাবুর বাহিনীর  সদস্য বলে জানা গেছে। রোববার গভীর রাতে সুন্দরবনের সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

কোস্টগার্ডের দাবি, ঘটনাস্থল থেকে চারটি দেশীয় একনলা বন্ধুক ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ, অস্ত্র ও গুলি দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  কোস্টগার্ড নলিয়ান আউট পোস্টের একটি দল সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি ছুড়লে দস্যুরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে আছাবুর বাহিনীর অজ্ঞাতপরিচয় এক দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)