পিকনিকের বাস উল্টে খাদে, শিক্ষার্থী নিহত

দুর্ঘটনা কবলিত বাস

পিকনিকের বাস উল্টে খাদে, শিক্ষার্থী নিহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পিকনিক বাস উল্টে সজিব কুমার সিং (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিক্ষক সহ ৩০ জন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শালবাহান এলাকার রওশনপুরের চা বাগান দেখতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

সজিব আটোয়ারি উপজেলার রসেয়া গ্রামের দিলিপ কুমার সিংয়ের ছেলে।

সে ওই গ্রামের রসেয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গেছে, রসেয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ক্যম্পাস থেকে ৩৬ সিটের একটি বাসে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী মিলে ৮১ জন তেঁতুলিয়ার দিকে রওয়ানা দেয়। যাত্রীদের অনেকে বলেন বাসের ভেতরে অতিরিক্ত ব্যান্স এবং একই সিটে তিনজন করে গাদাগাদি করে বসে পিকনিকে যাচ্ছিলেন তারা। মধ্যপথে চা বাগান দেখার জন্য শালবাহান এলাকার কাঁচা রাস্তা দিয়ে বাসটি রওশনপুরের দিকে যাওয়া শুরু করলে হঠাৎ উল্টে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আযম বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি করা হবে।  

(নিউজ টোয়েন্টিফোর/হায়দার/তৌহিদ)