ময়লার স্তূপে ২২ ‌‘শিশুর মরদেহ’

ময়লার স্তূপে ২২ ‌‘শিশুর মরদেহ’

ময়লার স্তূপে ২২ ‌‘শিশুর মরদেহ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ময়লার স্তূপ থেকে ২২টি অপরিণত শিশুর (ফিটাস) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত পৌনে নয়টার দিকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল মোদাচ্ছের আলী কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে পরিচ্ছন্ন কর্মীরা হাসপাতালের পশ্চিম পাশে কেন্দ্রীয় পানির ট্যাংকের পাশে থাকা ডাস্টবিনের ময়লা অপসারণ করছিলেন।

এ সময় তারা ময়লার ভেতরে বালতি ভরা অপরিণত শিশুর মরদেহগুলো দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা।

মোদাচ্ছের কবির বলেন, ‘অনেক মায়েদের ইনকমপ্লিট বাচ্চা জন্মায়। যা অনেক সময় পরিবারের লোকেরা নিয়ে যায়।

আবার অনেকে ফেলে যায়। রেখে যাওয়া বাচ্চাগুলো দিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নেওয়া হয়। পরে তা কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে মাটি চাপা দেওয়া হয়। ’

বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর