'আক্রমণ করলে প্রত্যুত্তরে জন্য প্রস্তুত রয়েছে পাকিস্তানও'

ছবি সংগৃহীত

'আক্রমণ করলে প্রত্যুত্তরে জন্য প্রস্তুত রয়েছে পাকিস্তানও'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত যদি আক্রমণ করে তাহলে প্রত্যুত্তরে জন্য পাকিস্তানও প্রস্তুত রয়েছে। মঙ্গলবার এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি এসব কথা বলেন।

গত ১৪ ফেব্রুয়ারির ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামায় জৈইশ-ই-মুহাম্মদের হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-র অন্তত ৪৪ জন নিহত হয়। ওই হামলার পর থেকেই পাকিস্তানকে দায়ী করে ভারত।

শাস্তিমূলক ব্যবস্থা নিতে বেশ কিছু কঠোর পদক্ষেপও নিয়েছে ভারত।

ভারতের দাবি, পাকিস্তানের মদদপুষ্ট জেইশ-ই-মুহাম্মদের হামলার মধ্য দিয়ে পাকিস্তানের সম্পৃক্ততা স্পষ্ট। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, তাদের প্রাথমিক তদন্তেও সেই তথ্যপ্রমাণই উঠে এসেছে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেন, ভারত প্রমাণ ছাড়াই অভিযোগ তুলছে।

পাকিস্তান কেন হামলা করতে যাবে? পাকিস্তান স্থিতিশীলতা চায়। যখন ধীরে ধীরে সেই স্থিতাবস্থা আসছে, তখন ভারত এই অভিযোগ তুলে সেটা নষ্ট করতে চাইছে। আমরা যেখানে শান্তি চাই, সেখানে এই হামলা করে পাকিস্তানের কী লাভ হবে?

 তিনি আরও বলেন, প্রমাণ থাকলে আমাকে দিন, কথা দিচ্ছি, পরের দিনই ব্যবস্থা নেয়া হবে।

ভাষণে পুলওয়ামায় হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে ইমরান বলেন, প্রয়োজনে তিনি আলোচনায় বসতেও রাজি আছেন। তিনি বলেন, আলোচনার প্রসঙ্গ উঠলেই ভারত সন্ত্রাসের প্রসঙ্গ টেনে আনে। এবার তাই প্রয়োজনে সন্ত্রাস নিয়েও আমি আলোচনায় রাজি।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর