ভারত-পাকিস্তানকে যা বলল জাতিসংঘ

পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরের দৃশ্য

ভারত-পাকিস্তানকে যা বলল জাতিসংঘ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে চলমান সামরিক উত্তেজনা কমানোর জন্য দেশ দুটির প্রতি জোরাল আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বলেছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

মঙ্গলবার মহাসচিবের পক্ষ থেকে মুখপাত্র স্টিফেন দুজারিক একথা বলেন।

তিনি জানান, ভারত ও পাকিস্তানকে ধৈর্য ধরতে এবং উত্তেজনা নিরসনে জরুরি পদক্ষেপ নিতে মহাসচিব বিশেষ গুরুত্বারোপ করেছেন।

‌‌‌দুপক্ষ রাজি থাকলে জাতিসংঘ মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে, বলেন স্টিফেন দুজারিক।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস বা সিআরপিএফ’র অন্তত ৪৪ সদস্য নিহত ও অনেকে আহত হয়। এ ঘটনার জন্য ভারত প্রতিবেশী পাকিস্তানকে দোষারোপ করে।

তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশ পাকিস্তানকে শক্ত জবাব দেবে। এর বিপরীতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কোনো রকম হামলা হলে তার দেশও পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর