'আধুনিক একটি গাড়িও উদ্ধারকাজে ব্যবহার করতে পারিনি'

ছবি সংগৃহীত

চকবাজারে আগুন

'আধুনিক একটি গাড়িও উদ্ধারকাজে ব্যবহার করতে পারিনি'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পুরান ঢাকার চকবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এবং উদ্ধারকাজে আধুনিক কোনও গাড়ি ব্যবহার করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানকার সরু রাস্তার কারণেই এ সমস্যায় পড়ে তারা।

এ সম্পর্কে চকবাজারের আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, রাস্তা সরু হওয়ার কারণে আজ আমরা আধুনিক একটি গাড়িও উদ্ধার কাজে ব্যবহার করতে পারিনি। যদি বড় ধরনের ভূমিকম্প হয়, তাহলে কী হবে?

এ সময় তিনি আবাসিক এলাকায় কেমিক্যাল গুদাম বন্ধ করার পরামর্শ দেন।

শাকিল বলেন, বাড়িওয়ালাদের অতিরিক্ত ভাড়া দিয়ে কেমিক্যাল গুদাম করা হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। যিনি এ গুদামের মালিক, তিনি হয়তো থাকেন গুলশানে। কিন্তু দুর্ঘটনায় মারা যায় সাধারণ মানুষ।

পুরান ঢাকার চকবাজারে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৭৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও প্রায় ১০০ জন যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর