জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলা

ছবি সংগৃহীত

জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে ৩ জার্মান সাংবাদিকের ওপর রোহিঙ্গারা হামলা চালিয়েছে। তাদের হামলার শিকার হয়েছেন একজন বাংলাদেশি দোভাষী এবং গাড়িচালকও। বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ক্যাম্প-১ এর নিকট একটি বাজারে এই ঘটনা ঘটে।

এ সময় সাংবাদিকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর ও তাদের কাছে থাকা ক্যামেরা, কাগজপত্রসহ (পাসপোর্ট) জিনিসপত্র ছিনিয়ে নেয় রোহিঙ্গারা।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, জার্মানি ওই ৩ সাংবাদিক রোহিঙ্গা ক্যাম্পের একটি শিশুকে নিয়ে ডকুমেন্টারি তৈরির কাজ করছিল।  

পরে তারা মানবিক কারণে ওই রোহিঙ্গা শিশুকে জামা কাপড় কিনে দিতে নিকটবর্তী একটি বাজারে নিয়ে যায়। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের একজন তাদের অপহরণকারী সন্দেহে আশেপাশের মানুষ ডাক দিলে তারা এসে ওই সাংবাদিকদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পরে পুলিশ তাদের উদ্ধার করে।

হামলার শিকার জার্মান সংবাদিকরা হলেন- ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। অন্যরা বাংলাদেশি দোভাষী মোঃ সিহাব উদ্দিন (৪১) ও গাড়িচালক নবীউল আলম (৩০)।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর