'পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরিয়ে ফেলা হবে'

ছবি সংগৃহীত

'পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরিয়ে ফেলা হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রাথমিক পর্যায়ে চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন সরানোর জন্য সিটি করপোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে। তারা তালিকা তৈরি করছে। প্রথমে চকবাজার পরে সমগ্র পুরান ঢাকা থেকেই কেমিক্যালের গোডাউন সরিয়ে ফেলা হবে।  

আজ শনিবার সকালে চকবাজারের চুড়িহাট্টা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুরান ঢাকার চকবাজার থেকে অবৈধ কেমিক্যাল কারখানা সরিয়ে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ইতোমধ্যেই দক্ষিণ সিটি করপোরেশন এই অবৈধ রাসায়নিক কারখানা সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে।

কাদের বলেন, তিনটি বিষয়ের প্রতি প্রাথমিকভাবে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর।

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। এবং এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনদের ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর