আসামে মদপানে মৃত বেড়ে ৮৪

বিষাক্ত মদপানে অসুস্থরা হাসাপাতালে।

আসামে মদপানে মৃত বেড়ে ৮৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের আসামে বিষাক্ত মদপানের ঘটনায় মৃত বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নয়জন নারীও রয়েছে। মারা যাওয়া সবাই চা-বাগানকর্মী। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুই শতাধিক মানুষ।

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানায়, গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের আরও অনেক কর্মীকে বৃহস্পতিবার রাতে এই একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু।

সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ওই বিষাক্ত মদপান করার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর