মাতৃভাষা দিবসে অস্ট্রেলিয়া আ.লীগের সভা

অস্ট্রেলিয়া আ.লীগের সভা

মাতৃভাষা দিবসে অস্ট্রেলিয়া আ.লীগের সভা

মাসুম বিল্লাহ অস্ট্রেলিয়া থেকে

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিডনির রকডেল এ পালকি রেস্টুরেন্টে শাখা সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার সভাপতি, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদুল হক । বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার প্রাক্তন সভাপতি, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কাইয়ুম পারভেজ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডু ও আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা।

 

ভাষা শহীদসহ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমবেতভাবে বাংলাদেশের জাতীয় সংগীত ও একুশের গণসংগীত পরিবেশন করা হয়।

news24bd.tv

সভায় সূচনা বক্তব্য দেন- স্বাধীনতা যুদ্ধের সময় রেডিও বাংলাদেশের চরমপত্র খ্যাত এমআর আকতার মুকুলের কন্যা কবিতা পারভেজ। আলোচনায় অংশ নেন ড. কাইউম পারভেজ, ড. রতন কুন্ডু ,ড. মাসুদুল হক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আশরাফুল লাবু, সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবু, মোহাম্মদ আলম, সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আলম শাহজাদা, সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আইজিদ আরাফাত অরুপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান (সুমন), আলতাফ হোসেন লাল্টু প্রমুখ।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- আয়েশা কলি, রুনু রফিক ও নিলুফা ইয়াসমিন।

(নিউজ টোয়েন্টিফোর/মাসুম/তৌহিদ)

সম্পর্কিত খবর