‘সেনাবাহিনীকে দুর্বল করতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘সেনাবাহিনীকে দুর্বল করতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০০৯ সালে পিলখানায় বিডিআরের বিদ্রোহে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সেনাবাহিনীর মনোবল দুর্বল করতেই সেদিন ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।

সোমবার সকালে বনানীতে পিলখানায় নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।

সেই হত্যাযজ্ঞের কথা স্মরণকরে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্রের কারণে ৫৭ সেনাসদস্যকে প্রাণ দিতে হয়েছিল।

সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছিল। ’

‘দিনটি জাতির ইতিহাসের জন্য একটি কলঙ্কময় দিন। দিনটিকে স্মরণ করে দেশের জনগণকে গনতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে। ’

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

এই হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর