শর্টফিল্মে অভিনয় করেছিলেন পলাশ(ভিডিও)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’এ অভিনয় করছেন পলাশ

শর্টফিল্মে অভিনয় করেছিলেন পলাশ(ভিডিও)

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুবাইগামী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টায় নিহত পলাশ আহমেদের চলচ্চিত্রে অভিনয় করার দারুণ আগ্রহ ছিল। বিয়েও করেছিলেন বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সিমলাকেও। তবে পূর্ণদৈর্ঘ ছবিতে অভিনয় না করতে পারলেও স্বল্পদৈর্ঘ ছবিতে অভিনয় করেছিলেন পলাশ।

পল্লীকবি জসিম উদদীনের ‘কবর’ কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’এ অভিনয় করেছিলেন তিনি।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ ও আর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।  

‘কবর’ চলচ্চিত্রের নাতি চরিত্রে অভিনয় করেন পলাশ। আর কবিতার দাদু চরিত্রে তারিক আনাম খান, দাদি চরিত্রে নওশাবা, ছেলের চরিত্রে শিমুল খান, ছেলের বউয়ের চরিত্রে চম্পা, আর বুজি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া রহমান।

উল্লেখ্য, রোববার বিকেলে ঢাকা থেকে দুবাই যাচ্ছিল বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী।

উড়োজাহাজটি ১৫ হাজার ফুট ওপরে উঠার পর যাত্রীদের আসনে থাকা এক যুবক ককপিটে এক ক্রুর কাছে বলেন, তিনি বিমানটি ছিনতাই করবেন এবং তার কাছে পিস্তল ও বোমা আছে। ককপিট না খুললে তিনি বিমান উড়িয়ে দেওয়ারও হুমকি দেন।

কেবিন ক্রুরা ককপিটে পাইলট ও সহকারী পাইলটকে গোপনে বার্তা দেন যে, উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। ততক্ষণে পাইলট দক্ষতার সঙ্গে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজ। এরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। পরে কমান্ডো অভিযানে নিহত হন পলাশ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর