নিউইয়র্কে পিঠা উৎসব উদ্বোধন

নিউইয়র্কে পিঠা উৎসব উদ্বোধন

এনআরবি নিউজ, নিউইয়র্ক

আমেরিকাতেও বাঙালিপনা উজ্জীবিত রাখার সংকল্পে ২৫ ফেব্রুয়ারি রোববার নিউইয়র্কে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকল বাঙালির পছন্দের ৫০ রকমের পিঠা নিয়ে এ আয়োজন করেছিল উত্তর আমেরিকায় বাংলাদেশি কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম প্রধান পৃষ্টপোষক‘শো-টাইম মিউজিক’র প্রেসিডেন্ট আলমগীর খান আলম।

সার্বিক সহায়তায় ছিল ‘উৎসব ক্যুরিয়ার এ্যান্ড ক্যাটারিং’। জ্যাকসন হাইটসের সন্নিকটে এ পিঠা উৎসব ঘিরে আবর্তিত হয় গোটা কমিউনিটি।

ফিতা কেটে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী। সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও পিঠা উৎসবের টাইটেল স্পন্সর ‘উৎসব ডটকম’ এর ম্যানেজিং পার্টনার রায়হান জামান।

বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন জ্যাকসন হাইটস্ বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের নেতা শাহনেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু, আব্দুর রশিদ, নুরুল আমিন, সালেহ আহমেদ, কামাল হোসাইন।

অতিথিরা পিঠা উৎসব উপভোগ করেন এবং বিভিন্ন সুস্বাদু পিঠার স্বাদ গ্রহণ করেন।

বাঙালি আমেজে অনুষ্ঠিত এ মেলায় সহযোগিতা দেয় বিসমিল্লাহ পলট্রি, এন ওয়াই ইন্সুরেন্স, ওয়েলকেয়ার, মার্ক হোম কেয়ার, শিফট ভিশন, ট্রু কেয়ার, ফরিদ আলম, ডিউক খান, হাসান জিলানী, আহসান হাবীব, আবদুর রশিদ বাবু, মো. আবু তাহের, স্টার কাবাব জ্যামাইকা, সেলিম বিরানী জ্যামাইকা, প্রিমিয়াম রেস্টুরেন্ট, ইউনাইটেড অটো রিপেয়ার, বোম্বে ট্রাভেলস্ এ্যান্ড গ্রাফিক্স, সাইমন মাল্টিসার্ভিস, ইউনাইটেড অটো রিপেয়ার, ডাঃ বর্নালী হাসান।  

পিঠা খাওয়ার পর্ব চলাকালেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মোস্তফা অনিক রাজ পিঠা উৎসবের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এ সময় পিঠা উৎসবের প্রধান অতিথি উৎসব ডটকমের সিইও রায়হান জামান বক্তব্য রাখেন। তিনি পিঠা উৎসবের আগতদের স্বাগত জানান এবং আগামীতে পিঠা উৎসবে তার সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শাহনেওয়াজ, চৌধুরী সারওয়ার এস. হাসান, নুরুল আমিন। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন সজীব, লাল্টু, কাজল, রুবিনা শিল্পী, সেলিম ইব্রাহিম, আমান, শম্পা হক, রিয়া রহমান, মনিকা দাস, রহমান, চন্দ চৌধুরী, কামরুজ্জামান বকুল, সাইয়েরা রেজা এবং রোকসানা মির্জা।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর