পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান

ছবি সংগৃহীত

পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান। তা ছাড়া আজই পাক সংসদের যৌথ অধিবেশন ডাকা হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর হামলার পর ওই বৈঠক ডাকা হয়। খবর জিনিউজের।

পাকিস্তান বলছে, ভারতের সীমা লঙ্ঘন করার সমুচিত জবাব দেয়া হবে। শুধু তাই নয়; গোটা বিষয়টি জাতিসংঘকে জানাবে পাকিস্তান। পাক সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আমরা এমন কিছু করব যা ভারতকে চমকে দেবে।

তবে পাকিস্তানের এ বৈঠককে ভয় দেখানোর কৌশল হিসেবেই দেখছে দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহলের একটি বড় অংশ।

দেশের এক সাবেক আমলা জানান, তিনি মনে করেন পাকিস্তানের কাছে আর কোনো উপায় না থাকাতেই এ বৈঠক ডাকা হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর