ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

ছবি সংগৃহীত

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারত ও পাকিস্তানকে উত্তেজনা পরিহার করে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পাকিস্তানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘যথাযথ পদক্ষেপ’ নেয়ারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তান সীমান্তে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলা চালানোর পর এ আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার এক বিবৃতিতে বলেন, আমরা চাই- যে কোনোভাবেই হোক ভারত ও পাকিস্তান তাদের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।

এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশির সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন পম্পেও। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকেই আর কোনো হামলা না চালিয়ে সরাসরি আলোচনা করার আহ্বান জানান তিনি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর