হেলিকপ্টার বিধ্বস্তে মন্ত্রীসহ ৭ জন নিহত

ছবি সংগৃহীত

হেলিকপ্টার বিধ্বস্তে মন্ত্রীসহ ৭ জন নিহত

অনলাইন ডেস্ক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেপালের পর্যটনমন্ত্রী রবিন্দ্র অধিকারী নিহত হয়েছেন। এছাড়া আরও ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেপালের পূর্বাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যক্তিগত ওই হেলিকপ্টারে মোট সাতজনের মধ্যে রবিন্দ্র একজন।

তারা দেশটির পূর্বাঞ্চলীয় জেলা তাপলেজাং থেকে তেরাথুমে যাচ্ছিলেন। কিন্তু বুধবার বিকেলে একটি জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এ সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাক কৃষ্ণ সুবেদি জানান, পর্যটনমন্ত্রী রবিন্দ্র অধিকারী এবং বাকি ছয়জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনা স্থানেই তাদের মরদেহ শনাক্ত করা হয়।

হেলিকপ্টারটিতে পর্যটনমন্ত্রী ছাড়াও দেশটির পর্যটন উদ্যোক্তা অং শিরিং শেরপা, নিরাপত্তা কর্মকর্তা অর্জুন ঘিমার, দেশটির প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী যুবরাজ দাহল, কানের উপ-মহাপরিচালক বীরেন্দ্র শ্রেষ্ঠ ও প্রকৌশলী ধ্রুব দাস বোচিভায়া ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে তাপেলজাং জেলার প্রধান কর্মকর্তা অনুজ ভান্ডারি বলেছেন, তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পরে ঘটনাস্থল থেকে আগুন ও ধোঁয়া উড়তে দেখেছেন।

স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, রবিন্দ্র হেলিকপ্টারে করে একটি বিমানবন্দর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে যাচ্ছিলেন। তখনই কাঠমণ্ডু থেকে ২৪০ কিলোমিটার দূরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর