'ভারত-পাকিস্তানকে থামানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র'

ছবি সংগৃহীত

'ভারত-পাকিস্তানকে থামানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ভারত -পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় ‘ভালো সংবাদ’ আসছে। দুটি দেশই পরস্পরের যুদ্ধবিমান ভূপাতিত করার একদিন পর এমন তথ্য জানালেন তিনি।

রয়টার্স এর এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার সকালেও কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি হয়েছে। এর মধ্যেই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, দুটি দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে যুক্তরাষ্ট্র।

এ সম্পর্কে ট্রাম্প বলেন, আমরা তাদেরকে থামানোর চেষ্টা করছি। মধ্যস্থতাকারীর ভূমিকায় আছি আমরা।

এর আগে নরেন্দ্র মোদি এক র‍্যালিতে অংশ নিয়ে তার সমর্থকদের উদ্দেশে বলেন, বিশ্ব আমাদের সমন্বিত প্রচেষ্টা পর্যবেক্ষণ করছে। এমন কিছু করা উচিৎ হবে না যাতে শত্রুরা আমাদের বিরুদ্ধে আঙুল তুলতে পারে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর