ভারতে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী, জম্মু ও কাশ্মীর

ভারতে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জামায়াতে ইসলামী, জম্মু ও কাশ্মীর সংগঠনকে নিষিদ্ধ করল ভারত। বৃহস্পতিবার রাতের দিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। এতে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়ার অভিযোগের কথা বলা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী নানাবিধ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে।

যা দেশ এবং সমাজের পরিপন্থী। এছাড়াও বিভিন্ন সন্ত্রাসমূলক কাজকর্ম বা জঙ্গিবাদের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল এই সংগঠনের। সমগ্র জম্মু-কাশ্মীর রাজ্যে অনেক হিংসাত্মক ঘটনার সঙ্গে এই সংগঠনের সদস্যরা জড়িত থাকে। কেউ কেউ প্রত্যক্ষভাবে থাকলেও অনেকে পরোক্ষভাবে হিংসায় মদত দেয়।
এছাড়াও কাশ্মীরের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেও নিয়মত সাহায্য করে সংগঠনটি।

সেই সঙ্গে পাক-ভারত সন্ত্রাসবাদ নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এই অবস্থায় জম্মু-কাশ্মীরের সংগঠনকে সন্ত্রাসের অভিযগে নিষিদ্ধ করাকে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর