‘ভারতীয় গণমাধ্যমের খবরে মানুষ বিভ্রান্ত হয়’

অভিনন্দন

‘ভারতীয় গণমাধ্যমের খবরে মানুষ বিভ্রান্ত হয়’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতীয় গণমাধ্যমের কঠিন সমালোচনা করলেন সদ্য ভারতে ফেরা পাকিস্তানের হাতে আটক পাইলট উইং কমান্ডার অভিনন্দন।

তিনি বলেছেন, ছোট ঘটনা বড় করে দেখায় ভারতীয় গণমাধ্যম; এতে মানুষ বিভ্রান্ত হয়।

পাকিস্তানের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে অভিনন্দন বলেন, আমি উইং কমান্ডার অভিনন্দন আইএএফের একজন ফাইটার পাইলট। আমি যখন লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছিলাম, তখন পাকিস্তান এয়ার ফোর্সের গুলিতে আমার বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

এরপর আমি প্যারাস্যুট করে যখন মাটিতে পা রাখি, তখন আমার হাতে পিস্তল ছিল।

সম্প্রচারিত ভিডিওটেপের বরাত দিয়ে পাক গণমাধ্যম ‘ডন’ প্রকাশ করে, সেখানে অনেক মানুষ ছিল। আমার কাছে নিজেকে রক্ষা করার একটাই উপায় ছিল। আমি আমার পিস্তল ফেলে দিই এবং দৌড়াতে শুরু করি।

সেখানকার মানুষ আমাকে ধরে ফেলে। তারা খুবই উত্তেজিত ছিল। ঠিক তখনই পাকিস্তানি সেনাবাহিনীর দুই কর্মকর্তা এসে আমাকে রক্ষা করেন।

পাকিস্তানের প্রশংসা করে ভারতীয় পাইলট বলেন, পাকিস্তানের সেনাবাহিনী প্রফেশনাল। আমি এখানে স্বস্তিবোধ করেছি। এজন্য আমি খুবই ‘ইম্প্রেসড’।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর