'প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে মন্ত্রণালয়'

'প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে মন্ত্রণালয়'

সৌদি আরব প্রতিনিধি

প্রবাসী বাংলাদেশিদের বিদ্যমান নানা সমস্যা সমাধানে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।  

শনিবার সন্ধ্যায় রিয়াদের বাথা এলাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা মেডিক্যাল সেন্টার পরিদর্শনের পর মতবিনিময় সভায় তিনি একথা বলেন।  

ঢাকা মেডিক্যাল সেন্টারের এমডি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ডিএমডি শাখাওয়াত হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে রিয়াদ দূতাবাসের মিশন উপ প্রধান নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফজলুল করিম, মো. জাহিদ হোসাইন, মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবির, দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. মেহেদী হাসান, প্রথম সচিব (শ্রম) আসাদুজ্জামান, মেডিক্যাল সেন্টারের স্পন্সর বানদার বিন নায়েফ, ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বি, ডিরেক্টর মাওলানা ছফিউল্লাহ, জাকির হোসেন, আতিকুর রহমান শিকারী, আকতার হোসেন, আ ওয়াহিদসহ অন্যান্য ডিরেক্টর, কর্মকর্তা-কর্মচারীরা।

প্রবাসীদের হয়রানি লাগবে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। দূতাবাস এবং কনস্যুলেটের নোটিশ বোর্ডে মন্ত্রীর ই-মেইল দেয়া আছে জানিয়ে তিনি বলেন, কোন প্রবাসী হয়রানির শিকার হলে প্রতিমন্ত্রীকে ই-মেইলে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর