জামিন পেলেন বিএনপি নেতা দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জামিন পেলেন বিএনপি নেতা দুলু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার দুপুরে লালমনিরহাট আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মন্ডলের আদালতে জামিন পান তিনি।

লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি (মঙ্গলবার) বিলবোর্ড সরানো নিয়ে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কার্যালয়টির টিভিসহ আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগে এক লাখ টাকার ক্ষতি দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ।

এ ঘটনায় ৩০ জানুয়ারি (বুধবার) দুপুরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ বিএনপির ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক এসএম আশরাফুল হক মিঠু। এ মামলায় ওইদিন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ মামলায় ইতোপূর্বে ২২ জন আসামিকে জামিন দেন আদালত। তবে এ মামলার হুকুমের আসামি আসাদুল হাবিব দুলু হাইকোর্টে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

সোমবার সেই জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হয়ে দুলু ও প্রভাত চন্দ্র জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।


 (নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর